ডাকাতি কালে হত্যায় এক ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ২৩:১২, নভেম্বর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ডাকাতি কালে গুলি করে হত্যার অপরাধে এক ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড সহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছে আদালত। ৪ নভেম্বর বুধবার বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন আদালত আসামীর উপস্থিতিতে সাজার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানায়, সাজাপ্রাপ্ত আসামির নাম হাবিবুর রহমান প্রকাশ ওরফে হাবিব। তিনি বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের সুলতান দফাদারের ছেলে। তিনি সহ ১১ জনের বিরুদ্ধে ২০০৬ সালের ১৬ নভেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন উপজেলার পাদ্রীশিবপুর পশ্চিমপাড়া এলাকার স্ট্যানলী গোমেজ। অভিযোগে তিনি বলেন, ১৫ নভেম্বর দিনগত রাত দেড়টার দিকে একদল ডাকাত তার বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে ডাকাডাকি করে। ডাকাতের টের পেয়ে তিনি তার স্ত্রী ও মেয়ে সহ দোতালায় উঠে টিন পিটিয়ে ডাকাত ডাকাত বলে চিতকার করে। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ১৯ হাজার টাকার মালামাল লুন্ঠন করে। এসময় স্থানীয়রা ছুটে আসলে ডাকাতদল গুলি করে। এতে শাহ আলম নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এধরণের অভিযোগ দেয়া হলে তদন্তে সত্যতা পেয়ে থানার এস আই আতাউর রহমান ২০০৭ সালের ১৫ জুন ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ২২ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে হাবিব দোষী সাব্যস্ত হলে তাকে সাজা এবং বাকিদের অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়। রায় শেষে আসামীকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।