মিন্নিসহ দু’জনের হাইকোর্টে আপিল, জরিমানা স্থগিত

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৫, নভেম্বর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি ও মোহাইমিনুল ইসলাম সিফাতের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জরিমানা স্থগিত করেছেন। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১৩ অক্টোবর তিন আসামির বিষয়েও একই আদেশ দেন হাইকোর্ট। ওই তিন আসামি হলেন-আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোঃ হাসান এবং মোঃ রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দণ্ডে দণ্ডিত করেন। বাকি চার জনকে খালাস দেয়া হয়।