নগরীর কাউনিয়ায় বিরোধী পক্ষের জমি দখল করে রাস্তা ও ঘর নির্মাণ

দেশ জনপদ ডেস্ক | ২২:৪৯, নভেম্বর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া জানুকিসিংহ সড়কে বিরোধী পক্ষের জমি দখল করে রাস্তা ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সেকান্দার আলী সরদারের ছেলে জাহিদ হোসেন গংরা তাদের পৈত্রিক সম্পত্তি সংলগ্ন সরকারের ১৫ শতাংশ ভিপি সম্পত্তি দীর্ঘবছর থেকে লীচের মাধ্যমে ভোগদখল করে আসছেন। কিন্তু সরকার গেজেটে ভুলবশত পনের শতাংশের স্থলে এক দশমিক পাঁচ শতাংশ জমি অন্তর্ভুক্ত করে। ফলে জাহিদ হোসেন গং লিজের নবায়ন করাতে পারেননি। এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের বিরোধী পক্ষ প্রতিবেশী মান্নান সরদার, শাখাওয়াত হোসেন, ফাতেমাতুজ্জোহরা সাথী, সেলিনা বেগম ও মাসুদ কাওসার ওই জমি অবৈধভাবে দখলে নিয়ে গাছপালা কেটে তাদের চলাচলের রাস্তা নির্মাণ ও ঘর উত্তোলন করেন। এতে বাঁধা দিলে তারা জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এমনকি তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানির হুমকিও দিচ্ছেন দখলকারীরা। ভুক্তভোগীরা জানান, ফাতেমাতুজ্জোহরা ও তার স্বামী শাখাওয়াত হোসেন শুধুমাত্র জমি দখলই নয় মাদক ব্যবসার সাথেও জড়িত ছিল। বিএনপি নেত্রী ফাতেমাতুজ্জোহরা সাথী ও তার স্বামী ২০১৮ সালে আইন শৃংখলা বাহিনীর অভিযানে ইয়বাসহ আটক হয়। এখনও তারা নানাভাবে প্রতিবেশীদের উপর প্রভাব বিস্তার করতে চায় বলে জানান ভুক্তভোগীরা। সরকারী জমি দখল করে ঘর ও রাস্তা নির্মান করায় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার এএসআই আহসান জানান, জাহিদ হোসেন গং বিরোধপূর্ণ জমিটি ভোগ দখল করে আসছিল। কিন্তু ভিপি সম্পত্তিটুকু সরকারের জরিপে ভুল রেকর্ড হয়। তাই তারা আর খাজনা দিতে পারেনি। বর্তমানে জমিতে মান্নান গং ভোগ দখলে রয়েছে। তবে তারাও কোন কাগজপত্র দেখাতে পারেনি। যেহেতু সরকারী সম্পত্তি তাই তাদের উভয়কে জেলা প্রশাসক অথবা আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়া হয়েছে।