জিংক ধানের বীজ বাণিজ্যিকীকরণ বিষয়ে গৌরনদীতে কর্মশালা

দেশ জনপদ ডেস্ক | ২২:৪৫, নভেম্বর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ জেলার গৌরনদী উপজেলায় বায়োফার্টিফাইড জিংঙ্ক ধানের বীজ বাণিজ্যিকীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সিসিডিবি হলরুমে হারভেস্ট বাংলাদেশ ও সিসিডিবির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ছিলেন উপ-পরিচালক মোঃ তাওফিকুল আলম। সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকারের সভাপতিত্বে ও সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, কৃষিবিদ জাহিদ হোসেন। কর্মশালায় গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার তালিকাভূক্ত বীজ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।