বাবুগঞ্জে বিদ্যালয়ের মাঠ ভরাট করে দেয়ায় খুশি শিক্ষার্থীরা

দেশ জনপদ ডেস্ক | ২২:৪১, নভেম্বর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে গর্ত ও খানাখন্দ ভরা ছিল। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারতো না। স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর উদ্যোগে কাবিখা প্রকল্পের আওতায় সম্প্রতি মাঠটির মাটি ভরাট করা হয়েছে। স্থানীয় এলাকার বাসিন্দা উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার জানান, বিদ্যালয়টির পুরো মাঠ পানিতে থইথই করতো। অনেক ছাত্র-ছাত্রী তাদের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে শ্রেণিকক্ষে যাওয়া-আসা করতো। এমন দুর্দশা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ভাইয়ের কাছে আবেদন করা হলে তিনি কাবিখা প্রকল্পের আওতায় সাম্প্রতি মাঠটির মাটি ভরাট করে দিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠটি খানিকটা নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে ৬ মাস ধরে পানির নিচে ডুবে থাকতো। মাঠটি ভরাট করার জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হলেও কোনো ফল হয়নি। কিন্তু বর্তমান বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু ভাই মাঠটি ভরাট করে খেলাধুলার উপযোগী করে দিয়েছেন এজন্য সবাই আনন্দিত ও এলাকাবাসী ক্রীড়া প্রেমিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।