২শ’ পিস ইয়াবায় ৮ বছর সাজা

দেশ জনপদ ডেস্ক | ২২:১৬, নভেম্বর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় উজিরপুরের মাদক কারবারি রিয়াজুল ইসলাম রিয়াজকে ৮ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামী সাদ্দাম হোসেনকে খালাশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত রিয়াজুল ইসলাম রিয়াজ উপজেলার পূর্ব বড়াকোঠা এলাকার দেলোয়ার হোসেন ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় রিয়াজ আদালতে অনুপস্থিত থাকলেও সাদ্দাম উপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবি জাকির জানান, ২০১৫ সালের ৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৮ এর ডিএডি নজরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধামুড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে রিয়াজকে ২০০পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার সহযোগী সাদ্দাম পালিয়ে যেতে সক্ষম হয়। একই দিন উজিরপুর মডেল থানায় ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ডিএডি নজরুল ইসলাম। একই বছর ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল পাশা আদালতে চার্জশীট জমা দেন। আদালত ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন।