বরিশালে ভূয়া প্রেস কার্ড বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রতারক চক্র!

কামরুন নাহার | ২২:১৮, নভেম্বর ০২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভূয়া প্রেস কার্ড বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েকটি প্রতারক চক্র। বরিশাল নগরীসহ গ্রাম গঞ্জেও থেমে নেই এই প্রতারক চক্রের প্রতারণা। সংবাদ মাধ্যমে কাজ না করলেও ভূয়া কার্ড বানিয়ে ও মোটরসাইকেলের সামনে স্টিকার লাগিয়ে শহর থেকে গ্রাম দাপিয়ে বেড়াচ্ছেন চক্রটি। মানুষকে ভয়ভীতি দেখিয়ে কিংবা বিভিন্ন প্রতারনার মাধ্যমে হাতাচ্ছে টাকা পয়সা। তেমনি এক প্রতারকের সন্ধান পাওয়া গেছে বাকেরগঞ্জে। আর এই প্রতারকের নাম আবুল কালাম আজাদ। নিজের নামটা কলম দিয়ে লিখতে না পারলেও তিনি নিজেকে নাগরিক সংবাদের ক্রাইম রিপোর্টার পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করছে। এই প্রতারক কালামের হাত থেকে বাচঁতে চায় পশ্চিম চরাদি ছালেহিয়া এতিমখানার কর্তৃপক্ষ। ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন এর পশ্চিম চরাদি ছালেহিয়া এতিমখানায় গিয়ে কালাম নামে ওই প্রতারক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবী করে। তার ভিজিটিং কার্ড দিয়ে বলেন, আমি বরিশাল প্রেসক্লাব থেকে এসেছি। আমাদের পিকনিক বাবদ কিছু টাকার প্রয়োজন। তাই আপনার মাদ্রাসার পক্ষ থেকে কিছু টাকা দিন। এ সময় মোশারফ হোসেন নামে মাদ্রাসার এক শিক্ষক জানায়, তার হাতে কোন টাকা পয়সা নেই। অন্য এক সময় আপনাদের অফিসে গিয়ে চা খেয়ে আসবো তখন দেখা যাবে। এরপর প্রতারক কালাম মোবাইলে টাকা দাবি করতে থাকায় আমি তার ০১৭৩৪৫৫৭৬৪৮ এই নাম্বারে এক হাজার টাকা পাঠাই। কয়েকদিন পর ফের সে আমাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে, আমি সাংবাদিক আবুল কালম আজাদ। আমাকে আজকে ৫ হাজার টাকা না পাঠালে আপনার এতিমখানা নিয়ে নিউজ করবো। কি আমার অপরাধ? বা কি নিউজ করবেন জানতে চাইলে বলেন, এতো কিছুর জানার আপনার দরকার নেই। বলছি টাকা পাঠাতে আপনি টাকা পাঠান। বিষয়টি আমার সন্দেহ হলে বরিশাল প্রেসক্লাবে গিয়ে মোবাইল নাম্বারটা দেখালে সেখানে উপস্থিত সাংবাদিকবৃন্দ জানান, এইলোক কোনো সাংবাদিক নয়। এরপরে ওই মোবাইল নাম্বারে তাকে কল দিয়ে বরিশাল প্রেসক্লাবের সামনে আসতে বললে সে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। শুধু তাই নয়, এসময় উপস্থিত বরিশালের কয়েকজন সংবাদকর্মী ঐ প্রতারক কালমের মোবাইলে তার সাংবাদিকতার পরিচয় জানতে চাইলে তিনি জানায়, কোথায় সাংবাদিকতা করি তা আপনাদের কেন বলতে হবে? আমার বাড়ি দাঁড়িয়াল ইউনিয়নে। এই বলে সংযোগ বিছিন্ন করে মোবাইল বন্ধ করে রাখে প্রতারক কালাম। ভুক্তভোগী মোশারেফ হোসেন বলেন, আমি এই প্রতারক কালামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবো। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সকল প্রতারকদের দ্রুত আইনের আওতায় আনা হয়।