কাউখালীতে ৬০ হাজার মিটার জাল ধ্বংস

দেশ জনপদ ডেস্ক | ২১:৫৭, নভেম্বর ০২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ভোরে ওই সব অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত কাউখালী উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা ও কচা নদীতে ৪টি পৃথক দল ও একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি মা ইলিশ জব্দ করা হয়। গতকাল সোমবার ভোরে জব্দ করা ওই সব কারেন্ট জালে স্থানীয় লঞ্চঘাট এলাকায় এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় জেলেদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।