ভাঙ্গন কবলিতদের স্থায়ী পুনর্বাসনসহ ৩ দফা দাবি ওয়ার্কার্স পাটির

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৩, নভেম্বর ০১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও মেহেন্দিগঞ্জের নদী ভাঙ্গনকবলিত মানুষের স্থায়ী পুনর্বাসন এবং নদীর নাব্যতা রক্ষাসহ ৩ দফা দাবিতে মানববন্ধন ও লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে মানববন্ধন করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, গফুর মোল্লা, ফাইজুল হক বালি ফারহীন, সুজন আহমেদ ও মিন্টু দে প্রমুখ। বক্তারা বরিশালের উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও মেহেন্দিগঞ্জের নদী ভাঙ্গন কবলিত মানুষের স্থায়ী পুনর্বাসন এবং নদীর নাব্যতা রক্ষাসহ ৩ দফা বাস্তবায়নের দাবি জানান।  মানববন্ধন শেষে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি লাল পতাকা বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসক বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।