দেশ জনপদ ডেস্ক | ২০:১১, অক্টোবর ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে মা ইলিশ রক্ষায় গত ২৪ ঘন্টার অভিযানে আটক ২২ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা এবং বিভিন্ন উপজেলার প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।  জানা যায়, গত ২৪ ঘন্টায় মৎস্য বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় জেলার বিভিন্ন নদ-নদীতে মোট ৭টি অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৬ জন জেলেকে আটক করে প্রশাসন। এদের মধ্যে ২৪ জেলেকে বিভিন্ন মেয়াদে (১৫ দিন থেকে ১ মাস) কারাদন্ড এবং অপর ৪ জেলেকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।