বরিশালে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে ট্রাফিক পুলিশের খোলা চিঠি বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৭, অক্টোবর ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল মহানগরীতে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে পথচারী, যানবাহন মালিক-চালক এবং সড়কের পাশের দোকান মালিক-কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ।  বুধবার সকাল ১১টায় নগরীর জিলাস্কুল মোড়ে এই সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার।  পরে তিনি জিলা স্কুল মোড় থেকে নগরীর সদর রোডের কাকলী হল মোড় পর্যন্ত পথচারী, যানবাহন মালিক-চালক, ও সড়কের পাশের দোকান মালিক-কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করেন। খোলা চিঠি বিতরণকালে ট্রাফিক পরিদর্শক রবিউল ইসলাম ও মো. আব্দুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার সাংবাদিকদের বলেন, খোলা চিঠি বিতরণ করে তারা জনগণকে সচেতন করছেন। যাতে তারা রাস্তার পাশে যেখানে-সেখানে যানবাহন রেখে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি না করেন। একই সাথে শীতে করোনার প্রকোপ এড়াতে জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্যও ট্রাফিক বিভাগ একটি লিফলেট বিতরণ করছে বলে তিনি জানান।