পুলিশের ওপর জেলেদের হামলা, আত্মরক্ষার্থে গুলিবর্ষণ

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৭, অক্টোবর ২৭ ২০২০ মিনিট

বরিশালের হিজলায় মেঘনা নদীতে ইলিশ নিধন রোধ অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে নৌপুলিশের একটি টহল দল। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলাকারী জেলেদের ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার হরিনাধপুর ইউনিয়নের বদরপুর এলাকা সংলগ্ন নদীতে এই হামলার ঘটনা ঘটে। হিজলা নৌফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৮টার দিকে উপজেলার আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ ইউনিট-১ নামে টিম উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি লঞ্চযোগে মেঘনা নদীতে টহলে নামলে বদরপুর এলাকাসংলগ্ন নদীতে জেলেদের মাছ ধরতে দেখে ধাওয়া করে।  এসময় জেলেরা পালিয়ে গেলেও কিছুক্ষণ পরে ১০ থেকে ১২টি ট্রলার একযোগে এসে তাদের ঘিরে ধরে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন পাল্টা প্রতিরোধ ও আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছুঁড়েছে। ওসি আরও জানান, এতে জেলেদের কেউ আহত না হলেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ সময় জেলেদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক নায়েকের হাতে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে পুলিশের ওপর হামলাকারী জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।