কাশিপুরে মসজিদের ইমামের সবজি ক্ষেত নষ্ট করলো সন্ত্রাসীরা

দেশ জনপদ ডেস্ক | ২০:৩০, অক্টোবর ২৬ ২০২০ মিনিট

বরিশাল নগরীর কাশিপুর ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠি নুরুল উলুম জামে মসজিদের ইমামের লিজ নেওয়া জমিতে লাগানো সবজি ক্ষেত নষ্ট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানা পুলিশের কাছে ঘুরতে ঘুরতে হয়রান হয়েও এখন নিরুপায় ভূক্তভোগী। এদিকে থানায় অভিযোগ দিয়ে মামলা না হওয়া এবং কোন প্রতিকার না হওয়ায় সেই কৃষি ক্ষেত নষ্টকারিরা আরো চড়াও হয়ে উঠেছে ক্ষতিগ্রস্থ মওলানা খালিদ সাইফুল্লাহর ওপর। একারনে মসজিদের ইমাম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়,এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠি রব মাওলানা বাড়ী লাঘোয়া নূরুল উলুম জামে মসজিদের ইমাম মাওলানা খালিদ সাইফুল্লা মসজিদের পাশে দুই একর জমি শামিমের কাছ থেকে বাৎষরিক লিজ নিয়ে ধান ও লাউ গাছসহ সবজি চাষ করেছেন। গেল ৯ অক্টোবর২০২০ইং তারিখ সকালে কাফিলা ও নার্গিস নামের দুই নারীর সাথে ১০/১২ জনের এক দঙ্গল সন্ত্রাসীরা এসে ক্ষেতের সব গুলো লাউগাছ উপড়ে ফেলেছে। সেসময় স্থানীয়রা বাধা দিলে হামলা মামলার হুমকি দিয়ে চলে যায়। ওই দিন সন্ধ্যায় এয়ারপোর্ট থানায় অভিযোগ দিলে ঘটনার ৩দিন পরে ঘটনাস্থলে আশে এস আই গোফরান নামে পুলিশ। সেসময় ঘটনার সত্যতা পাওয়ায় ভূক্তভোগিসহ এলাকাবাসীকে ন্যায় বিচার ও আইনী সহায়তা দেওয়ার আশস্থ করে যান। মসজিদ কমিটির সভাপতি আমির হোসেন জানান,আমাদের মসজিদের ইমামের ফসল  যারা নষ্ট করেছে তাদের পরিবারই মসজিদের জমি দান করেছে। কিন্তু কেন তারা প্রায় সময়ই মসজিদের জমি তছরুফ করে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। মসজিদের ইমাম মাও.খালিদ সাইফুল্লাহ জানান,আমার ফসল নষ্ট করেছে থানায় ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। তবুও কোন প্রতিকার পাইনি। এখন উল্টো কাউনিয়া এলাকার মনির নামে এক লোক আমাকে মারধর করার  হুমকি দিচ্ছে। এয়ারপোর্ট থানার এস আই গোফরান জানান, ফসল নষ্ট করার ঘটনা সত্য। তবে স্থানীয়রা মসজিদের ইমাম ও অভিযুক্তদের নিয়ে সমাধান করবে বলে আশ্বস্থ করায় আইনি পদক্ষেপ’র জন্য অপেক্ষা করছি। তবে সমাধানে কেন এত কালক্ষেপণ প্রশ্নে স্থানীয় ও মসজিদের মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রশাসনিকভাবে বিষয়টির দ্রুত সমাধান না হলে এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে বলে সরেজমিনে আভাস মিলেছে।