নৌ ধর্মঘট প্রত্যাহার

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৮, অক্টোবর ২২ ২০২০ মিনিট

মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার পর পণ্যবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। ১১ দফা দাবিতে দেশব্যাপী নৌযান ধর্মঘটের পালন করছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ। এর আগে, দেশব্যাপী চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের এ ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, শ্রমিকদের খাদ্যভাতার দাবি যৌক্তিক। এরপর মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলো। খাদ্যভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনের নেতারা। গত সোমবার মধ্যরাত থেকে খোরাকি ভাতা, নিয়োগপত্র দেয়া, সার্ভিস বুক চালুসহ ১১ দফা দাবিতে ধর্মঘটে নেমেছিল নৌ শ্রমিকরা । দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করেছেন তারা। শ্রমিক ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন বন্দর ও ঘাটে ব্যাহত হয়েছির পণ্য উঠা-নামা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে কার্গো ভেসেল ওর্নাস অ্যাসোসিয়েশনসহ ৪ সংগঠন জানিয়েছিল, নৌ শ্রমিকদের দাবি মানা সম্ভব নয়। পাশাপাশি নৌযান শ্রমিকদের ধর্মঘট অযৌক্তিক উল্লেখ করে ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (ডব্লিউটিসি'র) নীতিমালা অনুসরণ করে নৌযান পরিচালন নিশ্চিত করাসহ আবারো ৬ দফা দাবি জানানো হয়। না হলে জাহাজ চালানো সম্ভব নয় বলে জানান নৌযান মালিকরা। এছাড়াও খাদ্য ভাতার বিষয়ে কোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি সব পক্ষকে মেনে চলার অনুরোধ জানিয়ে শ্রমিকদের দাবি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়। পরবর্তী গেজেটে ধর্মঘটে থাকা শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়টি গুরুত্ব দেয়া হবে বলেও জানানো হয়েছিল সংবাদ সম্মেলনে।