বরিশালের চরকরনজী এলাকায় দিনে-দুপুরে মাদক ও জুয়ার আসর

দেশ জনপদ ডেস্ক | ০১:০৮, অক্টোবর ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের চরকরনজী গ্রামের ৭নং ওয়ার্ডের দক্ষিণ চরকরনজী এলাকায় দিনে-দুপুরে চলছে মাদক ও জুয়ার আসর। সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত আবু পুলিশের ঘরে প্রতিদিনই বসে জুয়ার আসর। জুয়ার আসরের পাশেই দেদাড়ছে বিক্রি হচ্ছে মাদক। দিনে রাতে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্য। এ কাজে প্রধান ভূমিকা পালন করছে থানা পুলিশের কতিপয় সোর্স ও স্থানীয় প্রভাবশালী নেতাসহ কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা কয়েকজন তালিকাভুক্ত সন্ত্রাসীরা। এছাড়াও ওই একই ওয়ার্ডের আশ্রায়ন প্রকল্পের মাধম্যে নির্মিত গুচ্ছ গ্রাম ও সেকেন্দার স্কুলেও চলে জুয়ার আসর। করোনায় স্কুলের কার্যক্রম বন্ধ থাকায় সেই সুযোগে স্কুলের রুম দখল করে চলছে জুয়ার আসর। স্থানীয় ইউপি পরিষদ সদস্য গোলাম মাহাবুব জানান, এলাকার কতিপয় প্রভাবশালী নেতাদের ছেলেরা এর সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা তাদের সাথে পেরে উঠতে পারছি না। জানা গেছে, উক্ত এলাকার আলিম সিকদারের ছেলে রিসাদ সিকদারের নেতৃত্বে চলছে ইয়াবা ও গাঁজার ব্যবসা। অন্যদিকে রাজ্জাক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার নেতৃত্বে চলে জুয়ার আসর। খোঁজ নিয়ে জানা গেছে, চরকরনজী এলাকার নিম্ন আয়ের দিন মজুর পরিবারের সদস্যরা সংসারে খরচ না দিয়ে সেই আয়ের টাকা নিয়ে চলে যায় জুয়ার আসরে। ফলে ঐ এলাকার প্রতিটি পরিবারে স্বামী-স্ত্রী’র মধ্যে কলহ লেগেই রয়েছে। স্থানীয়রা জানায়, প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত এবং কোথাও সকাল থেকেই রাত অবদি চলে জুয়ার আসর। এবং জুয়ার আসরেই চলে মাদক ব্যবসা ও মাদক সেবন। প্রকাশ্যে জুয়া মাদকের অবাধ বিস্তার থাকায় এলাকার পরিবেশে বিরুপ প্রভাব পড়ছে। প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামের প্রতিটি মানুষ। জুয়ারীরা এলাকার প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের রাজনৈতিক মতাদর্শের হওয়ায় ভয়ে কিছুই বলার সাহস পায়না বলেও জানায় স্থানীয়রা। এব্যাপারে একাধিক বার থানায় অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। এ ব্যাপারে বন্দর থানাধীন (ওসি) তদন্ত আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাছে এব্যাপারে আগে কেউ কোন অভিযোগ করেনি। আমি এ বিষয়টি জরুরীভাবে দেখছি। এলাকায় কোন মাদক ব্যবসায়ী ও জুয়া কারবারীদের ঠাঁই হবে না, সে যেই হোক।