বরিশালে ৭ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৫:৫৯, অক্টোবর ২১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।।মুজিববর্ষ উপলক্ষে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন নেতারা।পূর্ব ঘোষত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির ব্যানারে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা বশিরউল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ, বিভাগীয় উপদেস্টা প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের মাল, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা রুহুল আমীন, মুলাদী উপজেলা সভাপতি মাওলানা বেল্লাল হোসাইন এবং বাকেরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা মুজিবুর রহমান সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা মুজিববর্ষ উপলক্ষে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কোড নম্বরবিহীন মাদ্রাসা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা এবং ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্র ওহ ভবন নির্মাণসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান।