আলুর দাম পুনর্নির্ধারণ, কেজিতে বাড়লো ৫ টাকা

দেশ জনপদ ডেস্ক | ১৯:২০, অক্টোবর ২০ ২০২০ মিনিট

রিপোর্ট দেশজনপদ।।দেশে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে করে আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। ২০ অক্টোবর, মঙ্গলবার বিকাল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই দাম পুনর্নির্ধারণ করা হয়।কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।এ বিষয়ে মোহাম্মদ ইউসুফ বলেন, সবার সিদ্ধান্তমতে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে পুনর্নির্ধারণ হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।কৃষিমন্ত্রী আরো জানান, কেজিপ্রতি আলুর দাম ৩৫ টাকার মধ্যে নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনর্নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।এর আগে গত ৭ অক্টোবর কোল্ডস্টোরেজ পর্যায়ে আলুর কেজি ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু এই দাম নিয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা।