ঝালকাঠিতে ২৭ হাজার মিটার কারেন্ট জাল, ৬৫ কেজি ইলিশ জব্দ

দেশ জনপদ ডেস্ক | ২১:২৫, অক্টোবর ১৭ ২০২০ মিনিট

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, অভিযানের মধ্যেও সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলেরা।জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে দুই কিশোরসহ তিন জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৫ কেজি মা ইলিশ। এর মধ্যে এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় দুই কিশোরকে মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।