বরিশালে লোকসান দিয়ে আলু বিক্রির দাবি, দাম সহনীয় রাখতে অভিযান

দেশ জনপদ ডেস্ক | ১৯:২১, অক্টোবর ১৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক। সারা দেশের মতো বরিশালের আলু বাজারও অস্থির। সরকার পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম নির্ধারণ করে দিলেও বরিশালে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। এ অবস্থায় আলুর দাম সহনীয় রাখতে নগরীর পিয়াজপট্টিতে আলুর বিভিন্ন আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে আলু বিক্রি করায় দু’টি আড়ত থেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার জরিমানা আদায় করেণ ভ্রাম্যমাণ আদালত।  এ সময় পিয়াজপট্টি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ভ্রাম্যমাণ আদালতকে জানান, তারা মুন্সিগঞ্জ থেকে ৪০ টাকা কেজি দরে আলু কিনে লোকসান দিয়ে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। আগের কেনা আলু বিক্রি করতে তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে ৩ দিনের সময় প্রার্থনা করেন। ৩ দিন পর তারা উচ্চ দরে নতুন করে আলু কেনা এবং বিক্রি করা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।  এর প্রেক্ষিতে ব্যবসায়ীদের অনুরোধে অভিযান সংক্ষিপ্ত করে ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। তবে জনস্বার্থে আলুর বাজারে জেলা প্রশাসনের নজরদারী থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।