বরিশালে তালুকদার ডায়াগনস্টিকে চলছে প্রতারনা

দেশ জনপদ ডেস্ক | ১৫:৩৫, অক্টোবর ১৭ ২০২০ মিনিট

নিজস প্রতিবেদক ।। বরিশাল সদর উপজেলার লাকুটিয়া সড়কের সারশি বাজারে তালুকদার ডায়াগনস্টিক সেন্টারে চলছে প্রতারনা। পরীক্ষা না করেই ভূয়া রিপোর্ট দিয়ে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর কাশিপুর ইউনিয়নের সাতমাইল এলাকার আক্তার সিকদারের ছেলে রাতুল সিকদার(১৮) হার্নিয়া সমস্যার জন্য তালুকদার ডায়াগনিস্টিকে যায়। এসময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রায়হান বিভিন্ন ধরনের টেষ্ট করানোর নামে হাতিয়ে নিয়েছে দুই হাজার আট শত পঞ্চাশ (২৮৫০) টাকা। তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে জানানো হয়, ভুক্তভোগী রাতুলের লিভারের ও জন্ডিসের সমস্যা রয়েছে। রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখালে রিপোর্টে ভুল আছে বলে জানানো হয়। রিপোর্টে রক্তের বিলুরিবনের মাত্রা অনেক বেশী দেখানো হয়েছে। পরে ডাক্তারের কথা অনুযায়ী নগরীর অপর একটি ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় টেস্ট করালে পূর্বের তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টি ভূল ধরা পড়ে। এবং নতুন রিপোর্টে ডাক্তার তাকে হার্নিয়া ছাড়া অন্য কোনো সমস্যাই নেই বলে নিশ্চত করেন। পরে ভুক্তভোগী রাতুল সকল রিপোর্টের কাগজ পত্র নিয়ে তালুকদার ডায়াগনস্টিকের স্বত্বাধিকারী রায়হানের কাছে গেলে সে তার প্রতারনা ঢাকতে রাতুলকে ২৮৫০ টাকা ফেরত দিয়ে কারো কাছে না জানানোর অনুরোধ করেন। এদিকে সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান ছাড়াই তালুকদার ডায়াগনস্টিক পরিচালনা করছেন প্রতারক রায়হান। এ বিষয়ে মুটোফোনে জানতে চাইলে রায়হান সাংবাদিক পরিচয় শুনে লাইনটি কেটে দেন। পরে তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের আরেকটি নাম্বারে কল দিলে সেটি রিসিভ করে রায়হানের ছোট ভাই। তিনি বলেন, আমি ও আমার বড় ভাই রায়হান দুজনে মিলে ডায়গনিস্টিকটি পরিচালনা করছি তবে তিনি (রায়হান) জানেন না কোন কোন টেকনিশিয়ান সেখানে কাজ করেন।