ইলিশ ধরা বন্ধে ঝালকাঠির নদীতে অভিযান

কামরুন নাহার | ১৯:৪৯, অক্টোবর ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। ডিম ছাড়ার প্রধান মৌসুমের কারণে বুধবার (১৪ অক্টোবর) থেকে টানা ২২দিন ইলিশ মাছ আহরণ বন্ধ থাকছে। সরকারি এ নির্দেশনা অনুযায়ী ওই ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ ধরা বন্ধে ঝালকাঠির জেলায় সুগন্ধা, বিষখালীসহ বিভিন্ন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় নদীতে স্পিটবোট ও ট্রলার নিয়ে অভিযান পরিচালনা করেছে। ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ জানান, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার ও স্পিডবোট নিয়ে নদীতে টহল দেওয়া হচ্ছে। নজরদারিতে রাখা হয়েছে শহর-বন্দর- গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে। মা ইলিশ রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা বাবুল।