সাড়ে ৪ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩১, অক্টোবর ১৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। সাম্প্রতিক সময়ে দেশে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। যা বিগত ১৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আজ বুধবার পাঠানো বিবৃতিতে বলা হয়, নতুন ১৬ জন নিয়ে দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৫৯৩ জনের মৃত্যু হলো। অধিদপ্তরের আগের তথ্য থেকে জানা যায়, গত ২৮ মে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়। এর পর থেকে তা আর এর নিচে নামেনি। অবশ্য গত ৯ অক্টোবর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে ১৭ জনের মৃত্যু হয়। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮৪ জনকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন। এ ছাড়া একদিনের ব্যবধানে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৭৬ জন রোগী সুস্থ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন হয়েছে।প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর মধ্যে একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল গত ২ জুলাই। ওইদিন ৪ হাজার ১৯ জনকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। অন্যদিকে, দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু ঘটে শনাক্তের ১০ দিন পর গত ১৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এর মধ্যে গত ৩০ জুন সর্বোচ্চ তথা ৬৪ জনের মৃত্যু হয়। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৬তম। আর মৃত্যুর নিরিখে বাংলাদেশ রয়েছে ২৯তম অবস্থানে।