ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে উদীচীর মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৭, অক্টোবর ১০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ নোয়াখালী, সিলেট, সাভারসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরন। বক্তব্য রাখেন সনাক  বরিশাল জেলা কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক শ্রী জীবন কৃষ্ণ দে, গ্রুপ থিয়েটার ফেডারেশনের শুভঙ্কর চক্রবতী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি কাজী এনায়েত হোসেন শিবলু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সিচব ড. মনিষা চক্রবর্তী প্রমুখ। এর আগে উদীচী জেলা সংসদের শিল্পিদের পরিবেশনায় প্রতিবাদী গণসংগীত পরিবেশন করা হয়। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।