দূর্গাপুজা শুরুর আগেই মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

দেশ জনপদ ডেস্ক | ২০:৪২, অক্টোবর ০৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ আসন্ন সারদীয় দূর্গা পুজা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম। প্রধান অতিথি’র বক্তৃতায় উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে করে বলেছেন, ‘আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন র্দর্গাপুজা উপলক্ষে প্রত্যেকটা মন্ডপে যাতে  ধর্মীয় উৎসব পালন করা যায় সে দিকে বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। পুজা শুরুর আগেই প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের উপর গুরুত্বরোপ করে উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম বলেন, ‘প্রত্যেক বিট অফিসারকে তাঁর নিজ নিজ এলাকার জনগণের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সঠিকভাবে সেবা প্রদান করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। সমাজের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। মনে রাখতে হবে আমরা বৃষ্টি বা পাকিস্তানি পুলিশ নই। আমরা স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের পুলিশ। আমরা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পুলিশ। এসময় থানায় এসে যাতে কোন মানুষ হয়রানির শিকার না হয় সে দিকে বিশেষভাবে সজাগ থাকার আহ্বান জানিয়ে উত্তর বিভাগের এই শীর্ষ কর্মকর্তা বলেন, থানা হবে অসহায় মানুসের প্রথম আশ্রয় ও ভরসাস্থল। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা সঠিক সময়ে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। বিশেষ আইন-শৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগরীর কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিমুল করিম, পরিদর্শক (তদন্ত) ছগির হোসেনসহ বিভিন্ন বিট অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।