ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে ধর্ষণ থাকবে না- সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

দেশ জনপদ ডেস্ক | ২০:১৪, অক্টোবর ০৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে পাশবিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল ধর্ষণের গটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।  শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের বরিশাল মহানগর কমিটির উদ্যোগে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেছেন, ‘এ দেশকে আর মানুষের দেশ বলা যায় না। যদি ১৮ বছরের নিচে কোন মেয়ে বিয়ে দেয়া হয় তাহলে তার বিরুদ্ধে মামলা হয়, বিচার হয়। আর কোন মেয়ে ধর্ষণ হলে তার বিচার হয় না। তিনি আরও বলেন, ‘ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে পারলেই দেশে ধর্ষণ থাকবে না। আপনার-আমার মা-বোনের ইজ্জত রক্ষা পাবে। আর নারীর উজ্জত রক্ষা করতে প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে দেব। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আজকে আপনি আমি ধর্ষণের বিরুদ্ধে সংগ্রাম না করলে আপনার আমার মা বোন নিরাপদ থাকবে না। ধর্ষণের বিরুদ্ধে আইন করতে রাস্তায় নামতে হবে। যতদিন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন পাশ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বিক্ষোভ সমাবেশে এসময় আরও বক্তব্য রাখেন নগরীর মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ওবায়দুর রহমান মাহবুব, ইসলামি আন্দোলন বরিশাল মহানগরের সেক্রোটারি জাকারিয়া হামিদি, ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি রেজাউল করিম, মাওলাদার আবুল খায়ের, নাসির আহমেদ কাওছার প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরবর্তী সন্ধ্যার দিকে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। অশ্বিনী কুমার টাউন চলের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। এর আগে বিক্ষোভ সমাবেশেকে কেন্দ্র করে বিকাল ৩টার পর থেকেই নগরীতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে খন্ড খন্ড মিছিল বের করা হয়। ধর্ষণের বিরুদ্ধে স্লোগান এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানিয়ে তারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে এসে টাউন হলে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।