ধর্ষণ ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৩, অক্টোবর ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো বিক্ষুব্ধ বরিশালের আপামর জনতাও। গত কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও বরিশালে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণঅবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আলিমুজ্জামান মেশকাত, তানভীর আহসান নাসিফ, মো. আজমান ও মাসরুফ আল নাফিজ। বক্তারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। গণঅবস্থান ও মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।  এদিকে একই দাবিতে সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সাগর দাস আকাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমান ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব রায়, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তী, ছাত্রফ্রন্ট নেতা সুজন সিকদার, বিএম কলেজ শাখার সংগঠক বিজন সিকদার ও হাতেম আলী কলেজ সংগঠক মাহমুদুন্নবী বিপুল প্রমুখ। বক্তারা সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। তারা ধর্ষণ ও নারী নির্যাতনে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারসহ দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে একই দাবিতে ছাত্রফ্রন্টের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।