চরকাউয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবির হাতে আটক

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৫, অক্টোবর ০৬ ২০২০ মিনিট

সিকদার রাসেল ॥ চরকাউয়ায় ৫০ পিস ইয়াবাসহ এলাকার দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। বরিশাল মেট্রো ডিবির এসআই হেলাল ও স্থানীয় সূত্রে জানাযায়, চরকাউয়া ইউনিয়নের বন্দর থানার আওতাধীন দিনার গ্রামের বাসিন্দা হাওলাদার বাড়ির মোঃ রহমান হাওলাদারের ছোট ছেলে মোঃ কেফায়েত হাওলাদার ও তার সহযোগী পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা আলফা চালক মোঃ মনির সিকদারের ছেলে। এরা দু’জন মিলে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাদের মাদকের এাই ব্যবসার বিষয়টি অত্র এলাকায় সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে পড়ে। কিন্তু রহমান হাওলাদার এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কোন প্রতিবাদ করত না। কিন্তু মাদক ব্যবসার বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ব্যবসায়ী মোঃ কেফায়েত ও তার সহযোগী মোঃ সুজন সিকাদারের ওপর নজর রাখা শুরু করে। গত সোমবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট নামক স্থানে মাদক ব্যবসায়ী কেফায়েত হাওলাদার ও তার সহযোগী মোঃ সুজন সরদার দাঁড়িয়ে থাকে। এসময় বরিশাল মেট্রো ডিবির এসআই মোঃ হেলাল গোপন সংবাদের ভিত্তিতে তাদের দু’জনকে আটক করে। আটকের সময় তাদের শরীরে তল্লাশী করে মোঃ কেফায়েতের শরীর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সহকারী মোঃ সুজন সিকদারের শরীর তল্লাশী করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনার পর ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী দু’জনকে সেখান থেকে প্রথমে সাহেবেরহাট বন্দর থানায় নিয়ে আটক করে এবং গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল আদালতে হাজির করে। এরপর আদালত মাদক ব্যবসায়ী মোঃ কেফায়েত হাওলাদার ও তার সহযোগী মোঃ সুজন সিকদারকে জেল হাজতে প্রেরণ করে।