বরিশালে নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৮, অক্টোবর ০৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশ নয় এবার উন্নত চিকিৎসা করানো যাবে বরিশালেই। বিভাগীয় শহর বরিশালে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে ক্যান্সার হাসপাতাল। প্রায় ৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ১৫ তলা বিশিষ্ট এই হাসপাতাল। তবে প্রকল্পটি ক্যান্সার হাসপাতালের হলেও ১৫ তলার মধ্যে ৬ তলা হবে ক্যান্সার হাসপাতালের জন্য এবং বাকিতলাগুলো কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিট সহ আরো বেশ কয়েকটি বিভাগের জন্য নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে গণপূর্ত বিভাগের একটি সূত্র। সূত্র জানায়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের তৃতীয় শ্রেনীর স্টাফ কোয়ার্টারের পেছনের নির্ধারিত জায়গায় ক্যান্সার হাসপাতাল নির্মান কাজ শুরু করা হবে আগামী নভেম্বর মাস থেকেই। হাসপাতালটিতে ক্যান্সারের চিকিৎসার জন্য একশ শয্যা থাকবে। ২৯ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে দরপত্র আহবান করে গণপূর্ত বিভাগ। এদিকে বরিশালে এই প্রথমবারের মতো ক্যান্সার হাসপাতাল নির্মাণের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে নগরবাসী। প্রবীণ সাংবাদিক ও গবেষক আনিসুর রহমান খান স্বপন বলেন, 'বরিশালে ক্যান্সার হাসপাতাল নির্মিত হলে বহু মানুষ সহজেই এই চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং বৈদেশিক নির্ভরতাও কমবে। এটা বরিশালবাসীর জন্য অত্যন্ত খুশির খবর বলে আমি মনে করি। সরকারি হাসপাতালে ব্যয়বহুল এই চিকিৎসা সুলভে করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ১৭ তলার ফাউন্ডেশনে ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল ভবন দুইটি বেইজমেন্টসহ নির্মিত হবে বলে জানিয়েছেন গণপূর্ত বরিশালের উপ সহকারী প্রকৌশলী মোঃ ওবায়দুল হক। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় বিভাগীয় শহর বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।