স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষে চরফ্যাশনে সভা অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ২৩:১১, অক্টোবর ০৫ ২০২০ মিনিট

ভোলা প্রতিনিধি ॥ কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্রে কিশোর-কিশোরীদের সাথে সেবা প্রদান কারীদের সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন-পরিবার পরিকল্পনা পরিদর্শিকা অর্পনা দাশ গুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন-ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম’র সদস্য মোঃ তরিকুল ইসলাম, আরজু মনিসহ আরও অনেকে। এসময় পরিবার পরিকল্পনা পরি-দর্শিকা অর্পনা দাশ গুপ্ত বলেন, কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নারে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা ও পরামর্শ, কাউন্সিলিং, প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধি কালীন বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ দেয়া হয় বলে জানান। এছাড়াও স্বাস্থ্যসেবা, বাল্যবিয়ের কুফল, পুষ্টি, আয়রন ট্যাবলেট খাবার নিয়ম, পিরিয়ডকালীন পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয় সেবা গ্রহণ এবং জলবায়ুসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক সদস্যদের উদ্দেশ্যে বলেন কিশোর-কিশোরীদের আমরা বিভিন্ন স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে যেমন স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, বয়ঃসন্ধিকালে করণীয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও কিশোরীদের স্যানিটারি প্যাডের ব্যবহার, বয়ঃসন্ধি সময়ের খাবার-দাবার, বয়ঃসন্ধিকালসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। আলোচনা সভায় টেলি-কনফারেন্স কিশোর-কিশোরী ও সদস্যদের উদ্দেশে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ প্রধান সমন্বয়কারী আদিল হোসেন তপু আলোচনা সভায় যুক্ত হন।