আগৈলঝাড়ায় তিন জনের বিষপান, দুই জনের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ২১:৫৯, অক্টোবর ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে পৃথক স্থানে তিন জন বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কোদালধোয়া গ্রামের কামাল ভাট্টির মেয়ে কামরুনাহার (১৫) গত শনিবার বিকেলে পারিবারিক কলহের কারণে বিষপান করে। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে গত শনিবার সীমান্তবর্তী মুন্সিরতালুুক গ্রামের সুকদেব বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (১৭) পারিবারিক বিরোধের কারণে ঘরে থাকা কীটনাশক পান করলে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় রাজু মারা যায়। বৃহস্পতিবার বারপাইকা গ্রামের নিত্যানন্দ বাড়ৈর মেয়ে গীতা বাড়ৈ (২২) পারিবারিক কলহের কারণে বিষপান করলে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গীতাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।