বরিশালে ডায়াগনস্টিকের সাত দালাল আটক

দেশ জনপদ ডেস্ক | ১২:৩১, অক্টোবর ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। গ্রাম থেকে আসা নিরীহ মানুষকে অনেকটা ভুল বুঝিয়ে তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে তাদের কাছ থেকে পার্সেনটিজ হাতানোই হলো তাদের কাজ। বরিশাল নগরীতে এমন রোগীর দালালের সংখ্যা অনেক। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হলেও জামিনে বের হয়ে আবারও শুরু তাদের এই দালালি কাজ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় সেখান থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৭ দালালকে আটক করেছেন তারা। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিবির ইন্টেলিজেন্স অফিসার ইউনুস ফরাজী এর নেতৃত্বে হাসপাতালের বহিঃর্বিভাগে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত দালালরা হলো- নাদিম (৪০), তানজিলা (১৮), সনিয়া (২৪), আসমা (৩২), মনিরুল ইমলাম (৩০), জহিরুল ইসলাম (৩০) ও বাবুল (৪০)। গোয়েন্দা পুলিশের ইন্টেলিজেন্স অফিসার ইউনুস ফরাজী জানিয়েছেন, আটককৃত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।