ভেঙ্গে যাচ্ছে বরিশাল উত্তর জেলা যুবদলের কমিটি

দেশ জনপদ ডেস্ক | ২৩:২৭, অক্টোবর ০৪ ২০২০ মিনিট

এস এন পলাশ।। সাংগঠনিক ব্যর্থতা ও নানা অপকর্মে জড়িয়ে সরে যেতে হচ্ছে বরিশাল উত্তর জেলা যুবদেলর (৫) পাঁচ নেতার। অচিরেই বরিশাল উত্তর জেলা যুবদেলর নতুন আহবায়ক কমিটি আসছে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের একাধিক নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে মোল্লা মাহাফুজকে সভাপতি এবং সালাউদ্দিন পিকলুকে সাধারণ সম্পাদক ঘোষনা করে  পাঁচ সদস্যের উত্তর জেলা যুবদলের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এ্যাড. দেওয়ান মনির, যুগ্ম সাধারন সম্পাদক ফুয়াদ দেয়ান এবং সাংগঠনিক সম্পাদক  শাহআলম হাওলাদার। কমিটি গঠনের পর থেকেই দলীয় কার্যক্রমে সক্রিয় ভুমিকা ছিল না তাদের। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী  তিন মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও বিগত তিন বছর ধরে পুর্নাঙ্গ কমিটি গঠন করতে না পারায় অনেকটা ব্যর্থতা নিয়েই সরে যেতে হচ্ছে এই পাঁচ নেতার। অপরদিকে কমিটির সাধারন সম্পাদক পিকলু'র বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসার বহু অভিযোগ। পুলিশের হাতে মাদকসহ আটক হওয়ার পরও দল থেকে বহিস্কার না করে তাকে যুবদলের মত ঐতিহ্যবাহী সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, সালাউদ্দিন পিকলু মাদক মামলার চার্জশিটভূক্ত আসামি। ২০১৫ সালের ১৯ জুলাই রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাট থেকে ৪৫ পিস ইয়াবা এবং এক বোতল মদসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। এরপর পটুয়াখালীর আদালতে সালাউদ্দিন পিকলুসহ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দুমকি থানার এসআই জাকির হোসেন। এমনকি পিকলু’র হামলার শিকার হয়ে পঙ্গু হয়ে গেছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লাভলু। নানা অভিযোগে ২০০৪ সালে দল থেকে বহিস্কার হয়েছিলেন পিকলু। বিস্তর বিতর্কের পরও মেহেন্দিগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক থাকা অবস্থায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন পিকলু ফন্দিফিকির করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের প্রভাব কাজে লাগিয়ে উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পদকের পদ বাগিয়ে নেন। এছাড়াও কমিটির অপর এক নেতা সভাপতি মোল্লা মাহাফুজের বিরুদ্ধে রয়েছে ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় থেকে নিজ দলের প্রতিপক্ষকে বিভিন্নভাবে হয়রানি করা, অর্থের বিনিময় কমিটি করাসহ নানা অভিযোগ। এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট দেওয়ান মনির বরিশালে থাকেন না। তিনি ঢাকায় থেকে আইনপেশার নিয়জিত রয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ দেওয়ান এর বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সম্প্রতি কেন্দ্র থেকে মাদক সম্পৃক্ততা ও নেতা-কর্মীদের সাথে খারাপ আচরণের কারণে শো-কজ করা হয়। তাই দলকে সুসংগঠিত করতে এসব বিতর্কিত নেতা কর্মীদের বাদ দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করতে যাচ্ছে বরিশাল উত্তর জেলা যুবদল। এদিকে কেন্দ্রীয় যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান, বরিশাল উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রম মুখ থুবুরে পড়েছে। দলীয় কার্যক্রমে তেমন কোন ভূমিকা আমরা দেখছি না। তাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীঘ্রই বরিশাল উত্তর জেলা যুবদেলর আহবায়ক কমিটি গঠন করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মোঃ দুলাল বলেন, প্রায় সাড়ে তিন বছর আগে পাঁচ সদস্য'র কমিটি গঠনের পরও আজ পর্যন্ত পুর্নাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠাতে পারেনি। তাই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী ২১ অক্টোবরের মধ্যে বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হবে। আসন্ন কমিটিতে কার হাতে নেতৃত্ব দেয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে তৃনমূল নেতা কর্মীদের মতামতকে প্রধান্য দেয়া হবে। তৃনমুল নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব দ্বারা গঠিত হবে এবারের বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক কমিটি।