কলাপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তাকে আদালতের শোকজ

দেশ জনপদ ডেস্ক | ২২:১৩, অক্টোবর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ তাছলিমা আখতারকে শোকজ করেছেন আদালত। গতকাল রবিবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত এ আদেশ প্রদান করেন। আদালত সূত্র জানায়, উপজেলার লতাচাপলি ইউনিয়নের আছালত খাঁ পাড়া গ্রামের রুস্তম হাওলাদার এর পুত্র ছগির হাওলাদার দাম্পত্য কলহের জেরে স্ত্রী দুলিয়া বেগম সহ ৫ জনের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরির অভিযোগ এনে ১০ ডিসেম্বর ২০১৯ একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মামলায় বর্ণিত অভিযোগের বিষয়ে আদালতে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু দীর্ঘদিনেও মহিলা বিষয়ক কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায় গতকাল রোববার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত তাকে শোকজ করেন। আদালতের বেঞ্চ সহকারী মোঃ ফেরদৌস মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেন। অপরদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ তাছলিমা আখতারকে স্ব-শরীরে তলব করেছেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিজ্ঞ ট্রাইব্যুনাল সম্প্রতি এ আদেশ প্রদান করেন। বিজ্ঞ ট্রাইব্যুনালে তার স্বাক্ষরিত দু’রকমের তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ায় তাকে স্ব-শরীরে তলব করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র। তবে মহিলা বিষয়ক কর্মকর্তা বলেছেন মামলায় বর্ণিত ঘটনার সাথে অবিকল রেখে বাদী পক্ষের সাফাই গাওয়া প্রথম প্রতিবেদনটি তার স্বাক্ষর, অফিসের সীল জাল করে দাখিল করা হয়েছে।