নেছারাবাদে ইটভাটাকে লাখ টাকা জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ২২:০১, অক্টোবর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ কৃষি জমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করার দায়ে পিরোজপুরের নেছারাবাদে এক ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার তারাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। তিনি জানান, কৃষি জমির মাটি কেটে ইট তৈরির দায়ে ওই এলাকার আরবিএফ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।