স্বরূপকাঠি পৌরসভার সদ্য নির্মিত রাস্তা কেটে বাড়ি নির্মাণ

দেশ জনপদ ডেস্ক | ২০:৪৮, অক্টোবর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার সদ্য নির্মিত রাস্তা কেটে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আকলম খলিফা বাড়ির আব্দুল হামিদ লনু মিয়ার ছেলে আমিরুল ইসলাম বাবু ওই বাড়ি নির্মাণ করছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরসভা কর্তৃক আকলম খলিফাবাড়ি জামে মসজিদ থেকে আকলম স্কুলের খেলার মাঠ পর্যন্ত সদ্য নির্মিত সিসি রাস্তার কয়েক জায়গা কেটে বাড়ি নির্মাণ করা হচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, এক বছর আগে নয় লক্ষাধিক টাকা ব্যয়ে মাহাবুব ট্রেডার্সের নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই কাজ বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে ঠিকাদার দেলোয়ার হোসেন জানান, ওই রাস্তার কাজ করার সময় আমিরুল ইসলাম বাবুসহ সবাই রাস্তাটি স্কুলের মাঠ পর্যন্ত নেওয়ার জন্য বলেন। তাদের কথা মতো রাস্তা নির্মাণ করা হয়েছে। বাড়ির মালিক বাবুর অনুপস্থিতিতে তার বাবা আব্দুল হামিদ লনু বাংলানিউজকে জানান, পৌরসভার মেয়রের সঙ্গে কথা বলে রাস্তা কাটা হয়েছে। এ বিষয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, বাড়ির কাজের সুবিধার্থে রাস্তা সামান্য অংশ কেটে তা আবার ঠিক করে দিবেন বলে তাকে জানানো হয়েছে। কিন্তু রাস্তার ওপর বাড়ি নির্মাণের কোনো সুযোগ নেই।