সেপ্টেম্বরে ২৭৩ দুর্ঘটনায় নিহত ৩০৪

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫২, অক্টোবর ০৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ সেপ্টেম্বর মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মিলে সর্বমোট ২৭৩টি দুর্ঘটনায় ৩০৪ নিহত এবং ৪৯২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৫৭ জন্য এবং শিশু ৩৮ জন।রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সড়ক নিরাপত্তা বিষয়ক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।প্রতিবেদনে বলা হয়, এ সময়ে ৯ টি নৌ-দুর্ঘটনায় ২৬ জন নিহত, ১৪ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। একইসঙ্গ ১১টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জন। আর সবথেকে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ৯৭ টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৬ জন। এসব দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ৮৬ জন এবং যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৪ জন।প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনায় বাসযাত্রী ১৩ জন, ট্রাক যাত্রী ১১ জন, পিকআপ যাত্রী ৬ জন, কাভার্ডভ্যান যাত্রী ২ জন, মাইক্রোবাস যাত্রী ১২ জন, প্রাইভেটকার যাত্রী ৫ জন, অ্যাম্বুলেন্স যাত্রী ৬ জন, ট্রলি যাত্রী ৮ জন, সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ৭ জন, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ২৬ জন, নসিমন-ভটভটি যাত্রী ৯ জন, লেগুনা যাত্রী ৪ জন এবং বাই-সাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে সরকারের যুগ্ম সচিব (পিআইবি’র পরিচালক) ও উপজেলা চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা (লে. কর্নেল), পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার, একজন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান, বাংলানিউজের একজন সিনিয়র সাংবাদিক এবং নৌবাহিনীর দুইজন সদস্য।দুর্ঘটনার বিভাগ অনুযায়ী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ৭৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৩ জন। সবচেয়ে কম রাজশাহী বিভাগে। এ বিভাগে ২০ টি দুর্ঘটনায় নিহত ২২ জন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৭ টি দুর্ঘটনায় ৩১ জন নিহত। সবচেয়ে কম সুনামগঞ্জে। ১ টি দুর্ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই কমেছে। আগস্ট মাসে ৩০২টি দুর্ঘটনায় ৩৭৯ জন নিহত হয়েছিলেন। এ হিসাবে সেপ্টেম্বরে দুর্ঘটনা ৯ দশমিক ৬০ শতাংশ এবং প্রাণহানি ১৯ দশমিক ৭৮ শতাংশ কমেছে। তবে দুর্ঘটনা কমার এ পরিসংখ্যান পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে কোনো টেকসই লক্ষণ নির্দেশ করছে না।