প্রধান সহকারীর ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল॥

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩২, অক্টোবর ০৩ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রধান সহকারীর ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষা বিভাগীয় সর্বস্থরের কর্মচারীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হাতেম আলী কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের প্রধান সহকারী হামিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের প্রধান সহকারী সাবিহা সুলতানা, বরিশাল কলেজের প্রধান সহকারী মিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা হাতেম আলী কলেজের প্রধান সহকারী মো. ওয়াহিদুজ্জামানের ওপর হামলাকারীদের কলেজ থেকে বহিষ্কার এবং গ্রেফতার পূর্বক বিচারের দাবী করেন। মানববন্ধন শেষে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এর আগে শিক্ষা বিভাগীয় সর্বস্থরের কর্মচারীবৃন্দ সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. অহিদুজ্জামানের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীর ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবীতে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সাথে সাক্ষাত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থার দাবী জানান। উল্লেখ্য, গত বুধবার চাঁদার দাবীতে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে প্রধান সহকারী মো. ওয়াহিদুজ্জামানের ওপর হামলায় চালায় ছাত্রলীগ পরিচয়দানকারীরা। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় হামলাকারী ছাত্রলীগ দাবীদার মো. রাকিবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের হলেও আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।