বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

দেশ জনপদ ডেস্ক | ২২:৩৪, অক্টোবর ০২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বিসিক বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলম, বিসিক বরিশালের উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল। শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎপাদনশীলতার ওপর একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।