Training On Firing of Arms শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ২১:৫৬, অক্টোবর ০১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ অফিসারদের অস্ত্র পরিচালনায় আরও দক্ষ করার লক্ষ্যে, বিএমপি পিওএম ব্যারাক (নথুল্লাবাদ), বরিশালে গতকাল বিএমপি কর্তৃক ১২ দিন মেয়াদী "Training On Firing of Arms " শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন, মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আর্মস সম্পর্কে আরও ভালো জ্ঞান নিয়ে নিজের নিরাপত্তা ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাননীয় আইজিপি মহোদয় অস্ত্র প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরও বলেন, চাকুরী পেয়েছি বেতন রেশন সহ সুবিধাবাদী পাই ভেবে বসে থাকলে চলবে না, প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলে দেশের জনগণের তথা রাষ্ট্রের পেশাদার কর্মচারী হিসেবে মানুষের সেবা নিশ্চিত করতে হবে, দেশকে উন্নত করতে হবে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি জনাব রুনা লায়লার পরিচালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ কমিশনার বিএমপি স্টাফ অফিসার এন্ড স্টেট প্রকৌশলী জনাব শাহেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার বিএমপি ফোর্স এন্ড কাউনিয়া থানা জনাব মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার সাপ্লাই জনাব মোঃ ইব্রাহীম, আর আই বিএমপিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।