ফায়ার সার্ভিসের ফায়ার ম্যানের বিরুদ্ধে যৌতুক মামলা

দেশ জনপদ ডেস্ক | ২১:০১, অক্টোবর ০১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেছেন তার স্ত্রী মুক্তা আক্তার। গতকাল বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের হয়। মামলায় আশিকুরের বাবা কাঞ্চন আলী, মা জোসনা বেগম ও দুই বোন পুতুল ও লাবনীকে অভিযুক্ত করা হয়। অভিযোগে আদালতে মুক্তা বলেন, ২০১৯ সালের ২০ আগস্ট আশিকুরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই আশিকুর ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে মারধর করে চলে যায়। ভোলা স্থানান্তরিত হয়ে এক নারী পুলিশ কনস্টেবলের সাথে পরকিয়া প্রেমে জড়ায়। বর্তমানে মুক্তার কোন খোঁজখবর নেয় না। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যৌতুকের দাবি পূরণ না করলে তালাক দেয়ার হুমকি দেয়। এধরণের অভিযোগ দেয়া হলে ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান।