৩৪ বোতল ফেন্সিডিলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৮, অক্টোবর ০১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মাদকদ্রব্য বিক্রির অপরাধে প্রদীপ হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড সহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বিচারাধীন আদালত সাজার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হেদায়াতুন্নবী জাকির জানায়, বরিশাল নগরীর কাউনিয়া সিমেন্ট ফ্যাক্টরি এলাকার বাসিন্দা আব্রাহাম হাওলাদারের ছেলে প্রদীপ বরিশাল সহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করত। ২০১৭ সালের ১০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার এস আই সম্ভু কাঞ্চি লাল সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরীর তিলক কাশিপুর সেতুবন্ধন ক্লাবের সামনে অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেন্সিডিল সহ তাকে ও তার সহযোগী রফিক হাওলাদারকে আটক করে। ওই দিনই তাদের বিরুদ্ধে বিমানবন্দর মডেল থানায় মামলা দায়ের করা হয় । একমাস ৫ দিন তদন্ত করে সত্যতা পেয়ে থানার এসআই বশির আহমেদ আসামীদের বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৮ জনের স্বাক্ষ্য প্রদানে সক্ষম হয়। স্বাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে প্রদীপকে যাবজ্জীবন কারাদণ্ড এবং রফিককে ৫ বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদন্ড দেয়া হয়। রায়ের সময় পলাতক থাকায় রফিকের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। উপস্থিত আসামি প্রদীপকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।