বরিশালে পাটকল চালু করার দাবীতে বিক্ষোভ সমাবেশ

দেশ জনপদ ডেস্ক | ২২:৩৩, সেপ্টেম্বর ৩০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রীয় পাটকল চালু করার মাধ্যমে আধুনিকায়ন কর, বিনামূল্যে টেস্ট ও চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করা সহ ডিজিটাল আইন বাতিল করে গ্রেফতারকৃতদের মুক্তিসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের বরিশাল জেলা কমিটি। গতকাল বুধবার সেপ্টেম্বর সকাল ১১ নগরের প্সদররোডে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আঃ ছত্তার, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ হারুন অর রসিদ, বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, মোজাম্মেল হোসেন খান , জাফর আহম্মেদ তালুকদার প্রমূখ। প্রধান অতিথি অধ্যাপক আঃ ছত্তার বিক্ষোভ সমাবেশে বলেন, আজ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের ছাত্রলীগ ধর্ষণের প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সরকার আজ পুলিশী প্রহরায় দেশের মানুষের সাথে একের পর এক প্রতারণা করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির বোঝা সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দিচ্ছে। দেশে একপাক্ষিক রাজত্ব করছে সরকার। প্রধান অতিথি বলেন, সারা বিশ্বে পাটের চাহিদা বেড়ে চলছে আর আমাদের সরকার ভারতের স্বার্থ রক্ষায় দেশের ২৫টি পাটকল বন্ধ করে দিয়েছে। ৫০ হাজার পাটকল শ্রমিক, ৪০ লক্ষ পাটচাষী সহ পাটকল ও পাটচাষের সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ৪ কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা থেকে সরকারকে সরে আসার আহবান জানান বক্তারা। সমাবেশ শেষে মিছিল বের হয়ে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।