উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ২২:২৩, সেপ্টেম্বর ৩০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে ব্যপক আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, জল্লা ইউপি চেয়ারম্যান বেবী রানী দাসসহ শতশত নারীরা এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন পুরুষদের পাশাপাশি নারীদের মূল্যায়ন করতে হবে। নারীদের উন্নয়নের ক্ষেত্রে সকলকে শিক্ষিত হতে হবে। তাই কিশোর বয়সে কাউকে বাল্য বিবাহ দিয়ে শিক্ষায় বাধার সৃষ্টি করা যাবেনা। সমাজ থেকে বাল্য বিবাহ মুক্ত করতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। উন্নত জাতি, উন্নত দেশ গড়তে নারীদের গুরুত্ব অপরিসীম। নারী-পুরুষ সমতা বজায় রাখতে হবে।