ভোলায় কিশোর-কিশোরী সুরক্ষা নিশ্চিতে নেটওয়ার্কিং সভা

দেশ জনপদ ডেস্ক | ২২:০৮, সেপ্টেম্বর ৩০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ করনের লক্ষ্যে ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে শিবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর আয়োজনে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এবং ইউনিসেফ সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রাজীব হাসান। এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদ এর সচিব মোঃ রিয়াজ উদ্দিন,ইউপি সদস্য মোঃ রুহুল আমীন, মোসলেউদ্দিন মসু, কোস্ট ট্রাস্ট এর সিফরডি প্রকল্পের কো-অর্ডিনেটর দেবাশীষ মজুমদার,এপিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ ইউনুছ, মোঃ আরিফ হোসেন, মিডিয়া অফিসার আদিল হোসেন, ইউনিয়নের ঈমাম, কাজী, সিবিসিপিসি কমিটির সদস্য ও কিশোর-কিশোরীরা ক্লাবরে দলনেতারা এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে ভোলার শিবপুর ইউনিয়নে কিশোর- কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে বাল্য বিয়ে রোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করন, প্রাকৃতিক দুযোর্গের সময় মানুষকে সচেতন করা, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। এই কার্যক্রম আরও তরান্বিত করার লক্ষ্যে কিশোর-কিশোরীদের মান উন্নয়নে সবাইকে পাশে থাকবে বলে অঙ্গিকার করেন স্থানীয়রা।