২০ লক্ষাধিক টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৫, সেপ্টেম্বর ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে ছয় হাজার পিস ইয়াবাসহ শেখ মো. রিয়াজ উদ্দিন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য ২০ লক্ষাধীক টাকা। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরীর কাউনিয়া থানাধীন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ জনৈক আক্তারুজ্জামান এর ভাড়াটিয়ার ঘর থেকে ওই মাদক উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শেখ মো. রিয়াজ উদ্দিন পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার জগন্নাতকাঠী গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি চরবাড়িয়ায় আক্তারুজ্জামানের দ্বিতল বাসভবনের নীচ তলার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় নগরীর সিএন্ডবি রোডস্থ মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান- পিপিএম (বার) এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম খন্দকার ও এসআই মো. দেলোয়ার হোসেন- পিপিএম’র টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আক্তারুজ্জামানের মালিকানা ভবনের নীচ তলার উত্তর পার্শ্বের ভাড়া রিয়াজ উদ্দিনে ভাড়া বাসায় তল্লাশী করে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় মাদক কারবারি রিয়াজ উদ্দিনকে। এই ঘটনায় গোয়েন্দা (ডিবি) পুলিশ বাদী হয়ে মহানগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান।