রাজাপুরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত

দেশ জনপদ ডেস্ক | ২২:১৭, সেপ্টেম্বর ২৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাওলানা মোঃ জালাল উদ্দিন (৩৫) নামের এক শিক্ষক গুরুতর রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বাদুরতলা মোড় এলাকায় সেটেলমেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিন বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জালাল উপজেলা বাগড়ী এলাকার আজিজিয়া নুরানী মাদ্রাসার শিক্ষক ও দক্ষিণ রাজাপুর এলাকার আব্দুল হক ফরাজীর ছেলে। আহত জালাল জানান, প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক তাদের জমি দখল করে আসছে। এমনকি তার বৃদ্ধ বাবাকে প্রতিপক্ষরা মারধর করে। এ ঘটনায় ঝালকাঠি আদালতে ফৌজদারী ও দেওয়ানী মামলা চলমান রয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষদের সাথে মিমাংশার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শালিশ বৈঠকে বসেন। এসময় জালালকে আদালতে চলমান মামলা উত্তোলনের জন্য চাপ প্রয়োগ করলে তাতে জালাল রাজি না হওয়ায় প্রতিপক্ষরা একই এলাকার মৃত. আব্দুল রশীদ ফরাজীর ছেলে আব্দুল জলিল ওরফে জলমিয়া, চান মিয়া, ফারুক ও লাল মিয়া এবং তাদের আত্তীয় হেমায়েত উদ্দিন সিকদার মিলে শালিসগণের সামনে হামলা চালায় এতে জালাল গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় হামলাকারীরা জালালের পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা ও পাশে রাখা বাইসাইকেল নিয়ে যায়। আহত অবস্থায় জালালকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে জালাল সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে শালিসগণের মধ্যে আবু হানিফ জানান, তাদের সামনে জালালের ওপর হামলা চালায়নি। বরং নামাজ পরার উদ্দেশ্যে বাইসাইকেলযোগে যাওয়ার সময় জালালের উপর হামলা চালায়। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আব্দুল জলিল ওরফে জলমিয়া অভিযোগ অস্বীকার করে জানান, জালালের সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে এবং সামান্য হাতাহাতি হয়েছে। তিনি আরও বলেন টাকা ও সাইকেল আমরা কিছুই নেইনি। রাজাপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।