চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে ভ্রমণ পিপাসুদের দৃষ্টিনন্দন স্থান বেতুয়া প্রশান্তি পার্ক

দেশ জনপদ ডেস্ক | ২২:০২, সেপ্টেম্বর ২৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গড়ে তুলেছেন চরফ্যাশন মেঘনা নদীর পাড় ভ্রমণ পিপাসুদের দৃষ্টিনন্দন এক বেতুয়া প্রশান্তি পার্ক৷ বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণপিপাসু মানুষ প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি চরফ্যাশন এসে চোখ বুজে একবার গায়ে সামুদ্রিক বাতাস মাখার জন্য ছুটে আসতে দেখা যায় বেতুয়া প্রশান্তি পার্কে৷ এখানে বসে সূর্যোদয়ের দৃশ্য, মেঘনা নদীর মন মাতানো ঢেউয়ের খেলা, নদীর পাড়ের অন্যরকম দৃশ্য, মেঘনা নদীতে জেলেরা ইলিশ মাছ শিকারের দৃশ্য আর রাতের আঁধারে মনোরম আলোক সজ্জার দৃশ্য দেখে মন কেড়ে নেয় ঘুরতে আসা সকল মানুষের৷ চরফ্যাশন উপজেলা ঘুরে দেখা যায়, বেতুয়া প্রশান্তি পার্ক ছাড়াও এখানে রয়েছে এশিয়া মহাদেশের সর্বোচ্চ জ্যাকব টাওয়ার , শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, দৃষ্টিনন্দন খাসমহল মসজিদ, সৌন্দর্যে ঘেরা চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাস এবং বিচ্ছিন্ন দ্বীপ সবুজে ঘেরা চর কুকরি মুকরি, তারুয়া সমুদ্র সৈকতসহ আরো অসংখ্য দৃশ্যমান দৃষ্টিনন্দন স্থান। যার একান্ত প্রচেষ্টায় আজ চরফ্যাশন উপজেলা, আধুনিক উপজেলা হিসেবে বাংলাদেশে পরিচয় বহন করেছে তিনি স্থানীয় জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ এ বিষয়ে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি চরফ্যাশন কে রাজধানী করতে পারবো না ঠিকই, তবে রাজধানীর মানুষদের আমাদের চরফ্যাশন-কে দেখতে আসতে হবে। ভোলা জেলার চরফ্যাশন উপজেলা কে আমি একটি আধুনিক ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।