বরগুনায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা মামলায় পিতাসহ গ্রেপ্তার ৩

দেশ জনপদ ডেস্ক | ২২:০০, সেপ্টেম্বর ২৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা সদর উপজেলাধীন বুড়িরচর ইউনিয়নের বরগুনা মাইঠা নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র মহিউদ্দিন (১১) আত্মহত্যায় মা আয়শা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে পাঁচ জনকে আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বরগুনা থানা পুলিশ মহিউদ্দিনের পিতা আলামিন খাঁন, দাদি জয়নব ও চাচা আলতাফ খাঁনকে পরদিন গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। বাকি আসামিরা হলো, ফুফু কোহিনুর ও গোলাম মাওলা। তবে এলাকাবাসী ও মাছ ব্যবসায়ীরা বলছেন, মহিউদ্দিনের পিতা আলামিন খাঁন প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ভোরে মাছ বিক্রির উদ্দেশ্যে দোকানে বসেন। মোবাইলে ছেলের আত্মহত্যার খবর পেয়ে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। অন্যদিকে ছেলের চাচা আলতাফ খাঁন ঘটনা শুনে তালতলী থেকে বরগুনায় আসলে তাকেও গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিনের পিতা আলামিন ও আয়েশার সাথে পারিবারিক কলহ রয়েছে বলেও জানা গেছে। তবে মামলাটি পারিবারিক কলহ দ্বারা সৃষ্টি কী না, অনেকের মনেই এমন প্রশ্ন। এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম বলেন, থানায় শিশু মহিউদ্দিনের মা আয়েশা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যেটি আমলে নিয়ে তিন জন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি দুই জনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। মামলাটি পারিবারিক কলহ কেন্দ্রিক কিনা; জানতে চাইলে বলেন, বিষয়টি খতিয়ে দেখব। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮ টার দিকে বড় লবনগোলা আমড়াঝুড়ী এলাকার আলামিন খান’র ছোট ছেলে মহিউদ্দিন নিজ বাড়ির দ্বোতলায় কবুতরের খাবার দিতে গিয়ে গলায় দড়ির সাথে গেঞ্জি লাগিয়ে সিলিং পাটাতনের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।