কাশ্মীর সীমান্তে উত্তেজনা॥ ভারতের গুলিতে পাকিস্তানি সেনা নিহত

দেশ জনপদ ডেস্ক | ২০:১১, সেপ্টেম্বর ২৭ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ॥ কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আজাদ কাশ্মীরের 'কোট কাটিরা' এলাকায় হামলা চালিয়েছে। এর ফলে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। খবর পার্সটুডের। এর জবাবে পাকিস্তানের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এর ফলে ভারতের চেকপোস্টগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি সপ্তাহে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা এটি। গত বুধবারও কাশ্মীর সীমান্তের দিওয়া এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে।এরপর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০০৩ সালের যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নয়া দিল্লিকে অভিযুক্ত করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে ডেকে এনে এর ব্যাখ্যা চেয়েছে এবং নিজেদের প্রতিবাদের কথা জানিয়ে দিয়েছে। পাকিস্তান বলেছে, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের ইশতেহার অমান্য করে চলেছে ভারত। কারণ জাতিসংঘের ইশতেহারে গণভোটের মাধ্যমে ওই এলাকার ভবিষ্যৎ নির্ধারণের কথা বলা হয়েছে।