প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ ॥ বরিশালে

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৩, সেপ্টেম্বর ২৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর)বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে অভিযোগ করেন মোসাম্মত পারভীন বেগম (৩৯)। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে চন্ডিপুরের শাহ কামাল হাওলাদারের স্ত্রী মোসাম্মত পারভীন বেগম (৩৯)। বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের জন্য তার স্বামীর জাতীয় পরিচয়পত্র নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে যেতে বলেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন। পারভীন বেগম অফিস কক্ষে গেলে কাউকে দেখতে না পেয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি বলেন করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় কেউ আসেনি।পরে তিনি (প্রধান শিক্ষক) পারভীনকে বলেন তোমাকে কোন বাধা ছাড়াই অভিবাবক সদস্য করতে কোন সমস্যা হবে না বলেই প্রধান শিক্ষক তাকে কু প্রস্তাব দেয়।এতে পারভীন ক্ষিপ্ত হলে প্রধান শিক্ষক দরজা বন্ধ করে তাকে ধর্ষণ ও নির্যাতনের চেষ্টা করে জড়িয়ে ধরে বাম হাত দিয়ে তার মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন পারভীন বেগম বাচার চেষ্টা করে সজোরে চিৎকার দিলে লোকজন ছুটে আসলে তাৎক্ষণিক প্রধান শিক্ষক বের হয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, তাদেরকে বাদ দিয়ে এডহক কমিটির অনুমোদনের কাগজ পাঠালে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করা সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। আমি সেদিন স্কুলেই যায়নি।আমাকে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে আমি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এ বিষয়ে সঠিক বিচার পেতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই নারী।